ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

খেলতে গিয়ে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৮, ২৬ মে ২০১৮ | আপডেট: ০০:০৬, ২৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

ফুটবল খেলতে গিয়ে সিলেটে এক বজ্রপাতের ঘটনায় একই পরিবারের তিন সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মীরেরগাঁওয়ের জিলকার হাওরে বজ্রপাতে মারা যান তারা।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।   

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে তারা বাড়ির পাশে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা তিনজনকেই মৃত ঘোষণা করেন।

 নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার মিরের গাঁও গ্রামের বদই আলীর ছেলে আব্দুল আমিন (২০), বাবুল মিয়া (১২) ও ইমন (৮)।

এমএইচ/এসি     

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি